ইউরোর শিরোপাতে চোখ বেনজেমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ এএম, ২৬ মে ২০২১
ইউরোর শিরোপাতে চোখ বেনজেমার

আর কিছুদিন পরই পর্দা উঠছে ইউরো ২০২০ এর। গ্রুপ এফ এ ফ্রান্স এবার লড়বে পর্তুগাল এবং হাঙ্গেরির বিরুদ্ধে। ৬ বছর পর দলে ফেরা করিম বেনজেমা আশাবাদী, এবার শিরোপার জন্যই লড়াই করবে ফ্রান্স। 

২০১৮  সালে বিশ্বকাপ ঘরে তুলে ফ্রান্স। তবে সেই দলে তখন ছিলেন না বেনজেমা। ২০১৬ সালে ঘরের মাঠে ইউরোর ফাইনাল খেলার সুযোগ হয়েছিল ফ্রান্সের। তবে, সেটিও হাতছাড়া করেন বেনজেমা। 

এবারের ইউরোতে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত বেনজেমা জানান, শিরোপা জয়ের জন্যই তিনি খেলবেন। আন্তর্জাতিক গণমাধ্যম এল ইকুপিয়েতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। 

ফ্রান্সের জার্সিতে ৮১ ম্যাচে ২৭ গোল করা বেনজেমা কথার চেয়ে এবার কাজে বিশ্বাসী। তিনি মনে করেন দলের খেলোয়াড়েরা সেরাটা দিতে পারলে এবারের ইউরোতে চমক দেখানোর সক্ষমতা রয়েছে তাদের। 

জাতীয় দলে দীর্ঘদিন পর ফিরলেও তিনি খেলতে চান নিজের মত করে। কারও জায়গা দখল করতে আসেননি উল্লেখ করে বেনজেমা বলেন, 'আমি ফ্রান্স দলে কারো জায়গা নিতে বা দখল করতে আসেনি। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে।'  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারে এমন বাজে সময় কাটাইনি: রামোস

ক্যারিয়ারে এমন বাজে সময় কাটাইনি: রামোস

পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?

পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?

জাতীয় ফুটবল দলে আবারও করোনার হানা

জাতীয় ফুটবল দলে আবারও করোনার হানা

রামোস বিহীন স্পেন দলে সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদের কেউ

রামোস বিহীন স্পেন দলে সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদের কেউ