ইউরো ২০২০ এর জন্য দল ঘোষণা করেছে স্পেন। দলটির ম্যানেজার লুইস এনরিকে সোমবার (২৪ মে) ২৪ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নিয়মিত সকল খেলোয়াড় থাকলেও, দলে সুযোগ মিলেনি অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসের।
২০২০-২১ বছরটাই সব মিলিয়ে খারাপ কাটলো রামোসের। চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি ক্লাবের হয়ে। তাছাড়া মৌসুমে জিততে পারেননি কোন শিরোপা। সকল আক্ষেপ দূর জন্য ইউরো কাপে সেরাটা দেয়ার জন্য প্রস্তুত ছিলেন, অথচ সুযোগই মিলল না তার।
দল ঘোষণার আগেই ব্যক্তিগত ভাবে রামোসের সাথে কথা বলেন এনরিকে। তখনই তিনি রামোসের দলে না থাকার বিষয়টি রামোসকে অবগত করেন। কিন্তু তারপরও যেন দুঃখ ভুলতে পারছেন না রামোস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরো খেলতে না পারার আক্ষেপের কথা তুলে ধরেছেন। নিজের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় উল্লেখ করে রামোস বলেন, 'আমার ক্যারিয়ারে এমন সময় কখনো কাটাইনি। রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের জন্য শতভাগ সুস্থ হওয়ার চেস্টা করেছি। কিন্তু সব সময় আপনি যা চান তা হবে না।'
ইউরোর মত বড় আসরে নিজ দলের জন্য লড়তে পারবেন না, মাঠে খেলতে পারবেন না ভাবতেই কস্ট লাগে রামোসের। দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর জন্য মুখিয়ে আছেন রামোস।
তিনি বলেন, ' ‘দলকে সাহায্য করতে পারছি না, রক্ষণ সামলাচ্ছি না, এটা ভেবে কষ্ট হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে হয়তো বিশ্রাম নিয়ে পুরো সুস্থ হওয়াটাই ভালো। তাহলে আগামী বছর আবার আগের মতো ফিরে আসতে পারব। আশা করছি, আমরা দারুণ একটা ইউরো কাটাব। ঘর থেকে সমর্থন দেওয়া আরেকজন ভক্ত আমি।’
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]