'সি আর সেভেন' খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। প্রতি মৌসুম শেষেই তার দলবদল নিয়ে নানা কথা উঠে। এবারও গুঞ্জন রয়েছে, জুভেন্টাস ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন তিনি।
রবিবার সিরি ‘আ’–তে বোলোনার সঙ্গে জুভেন্টাসের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যে ম্যাচ না জিতলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেত না জুভেন্টাস। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে একাদশে তো রাখেই নি জুভেন্টাস, এমনকি সাইড বেঞ্চেও জায়গা হয়নি তার।
শেষ ম্যাচে রোনালদোকে না খেলানোতে ক্লাব বদলের গুঞ্জন যেন আরও তীব্র হল। তবে কি জুভেন্টাসের সাথে সুসম্পর্ক শেষ হলো রোনালদোর?
কিছুদিন আগে রোনালদোর মা ও বলেছিলো, ছেলে স্পোর্টিং লিসবনে ফিরে আসুক। মায়ের কথা রোনালদোর জুভেন্টাস ছাড়ার জল্পনা বাড়িয়ে দিয়েছিল। সিরি আ–তে বোলোনার বিরুদ্ধে কোচ পিরলোর দলে না রাখা রোনালদোর জুভেন্টাস ছাড়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, রোনালদোকে দলে পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ মূলত চেয়েছিল হ্যারি কেন ও ইয়ার্লিং হালান্ডকে দলে ভিড়ানোর। তবে তাদের কাউকেই নিজেদের করে নিতে না পারায়, আপাতত ম্যান ইউর চোখ রোনালদোর দিকেই।
রোনালদোও পুরনো ক্লাবে ফিরতে আগ্রহী। প্রাক্তন সতীর্থ রোনালদোর সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকবার কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ সোলসজায়ের। আর্থিক লেনদেনের বিষয়টা দুই পক্ষ মেনে নিলে রোনালদোকে আবার ম্যান ইউর জার্সি গায়ে দেখার সম্ভাবনা প্রবল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]