কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপকে সামনে রেখে চলছিল জাতীয় দলের অনুশীলন। কাতারের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে জাতীয় দলের সৌদি আরব যাওয়ার কথা থাকলেও কোয়ারেন্টাইন শিথিলতার ডকুমেন্ট হাতে না পাওয়ায় এখনও অনিশ্চিত সৌদি যাত্রা। এরই মাঝে নতুন খবর, ইব্রাহিমের পর করোনা আক্রান্ত হলেন এক ফুটবলার।
চলতি বছরের জুনে ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ রাউন্ড-২ ও এএফসি এশিয়ান কাপ চায়না-২০২৩-এর বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ ফুটবল দল। বাছাইপর্বের বাকি থাকা তিন ম্যাচ খেলতে ইতিমধ্যে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে।
এর আগের বার করোনাক্রান্ত ইব্রাহিমের নাম প্রকাশ করলেও নাম প্রকাশ করা থেকে বিরত রাখছে বাফুফে। ফিফার বেঁধে দেওয়া গাইডলাইনের কারণেই মূলত বাফুফের এই সিদ্ধান্ত নেয়া।
করোনাক্রান্ত ওই ফুটবলারের আবারও করোনা টেস্ট করা হবে। তাতে যদি নেগেটিভ আসে তাহলে জাতীয় দলের সাথে সৌদি আরব (যদি যায়) গমন করবে।
এদিকে, জাতীয় দলের হেড কোচ জেমি ডে এত অল্প সময়ের জন্য সৌদি আরব না গিয়ে কাতারে আগে যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে বাফুফেকে অনুরোধ করেছেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]