ইউরো ২০২০ এর জন্য দল ঘোষণা করেছে স্পেন। দলটির ম্যানেজার লুইস এনরিকে সোমবার (২৪ মে) ২৪ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নিয়মিত সকল খেলোয়াড় থাকলেও, দলে সুযোগ মিলেনি অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসের।
সার্জিও রামোসের দলে না থাকা নিয়ে গণমাধ্যমে যে আলোচনা সমালোচনা হবে তা বুঝতে পেরেছিলেন লুইস এনরিকে। তবে তিনি মনে করেন, স্পেনের স্বার্থেই সেরা খেলোয়াড়দের নিয়ে সেরা দলটি ঘোষণা করেছেন তিনি।
এদিকে, ঘোষিত দলে সুযোগ মিলেনি রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়ের। এ ব্যাপারে কোচ লুইস এনরিকে গণমাধ্যমকে জানান, সার্জিও রামোস ও কারভেহাল যদি পুরো ফিট থাকতো তাহলে তাদের সুযোগ থাকতো।
ঘোষিত দলঃ
গোলকিপার- ডেভিড ডি গে, উনাই সিমন, সানচেজ ডিফেন্ডার- আয়মেরিক লাপুরতে, জরদি আলবা, হোসে গায়া, পাউ তোরেস, এরিক গারসিয়া, দিয়েগো লরেন্তো, আজপিলিসিওয়েটা, মারকোস লরেন্তে মিডফিল্ডার- বুস্কেটস , রদ্রি, পেদ্রি, থিয়াগো, কোকে, ফ্যাবিয়ান ফরোয়ার্ড- অলমো, ওয়ারজাবাল, মোরাতা, মরিনো, তোরেস, এডামা, সারাবিয়া
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]