চলতি মৌসুমের শেষ দিনে গোল করে এবারের প্রিমিয়ার লিগে আসরের গোল্ডেন বুট জিতলেন টটেনহ্যামের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। লিগের শেষ ম্যাচের আগে কেন ও লিভারপুলের মোহাম্মদ সালাহ সমান ২২ গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন।
নিজ নিজ দল এবারের আসরে শিরোপা জয়ের থেকে দূরে পড়লেও ব্যক্তিগত অর্জনে কেন ও সালাহ যেন একে অপরকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। এবারের মৌসুম শেষে টটেনহ্যাম ছাড়ার আগ্রহ প্রকাশ করা কেন রবিবার (২৩ মে) লেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচটিতে প্রথম গোল করে নিজের গোলসংখ্যা ২৩’এ উন্নীত করেন।
শুধু গোল করতে নয়, গোল করাতেও বেশ দক্ষ কেন এই মৌসুমে এ্যাসিস্ট করেছেন ১৪ টি। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ২-০ গোলের জয়ে সালাহ কোন গোল করতে না পারায় কেন এর চেয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকেই মৌসুম শেষ করতে হয় তাকে।
তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেস ১৮ গোল ও ১২টি এসিস্ট নিয়ে লিগ শেষ করেছেন। লিডসের প্যাট্রিক বামফোর্ডের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কেনের সতীর্থ হেয়াং-মিন সন ১৭ গোল করেছেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]