লা-লিগার মতো ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নির্ধারণের জন্যও অপেক্ষা করতে হয়েছে শেষ দিন পর্যন্ত। শেষ দিনে শিরোপা প্রত্যাশী লিলে এবং পিএসজি উভয় দলেরই খেলা ছিল। নিজেদের সর্বশেষ ম্যাচে উভয় দলই পেয়েছে জয়। এঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জিতে ১০ বছর পর ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হলো লিলে।
রবিবার (২৩ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল নেইমারদের সামনেও। লিলের পরাজয় কিংবা ড্র এবং পিএসজির জয়- এই সমীকরণে চ্যাম্পিয়ন হতে পারত পিএসজি। কিন্তু লিলে জয় পেয়ে যাওয়ায় সেই সম্ভাবনা শুরুতেই ভেস্তে যায়।
লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে এ্যাওয়ে ম্যাচে মাঠে নামে এঞ্জার্স। জোনাথন ডেভিডের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিলে। ডেভিডের গোলের পর প্রথমার্ধের শেষ মুহূর্তেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় লিলে।
প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেন বুরাক ইয়েলমেজ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বেশ কিছু সহজ সুযোগ মিস করে লিলে। গোল করে ব্যবধান বাড়াতে না পারলেও উল্টো ম্যাচে ৯০ মিনিটে গোল হজম করে বসে লিলে।
ম্যাচে ৯০+২ মিনিটে এঞ্জার্সের হয়ে একটি গোল পরিশোধ করেন এ্যাঞ্জেলো ফুলগিনি।
২-১ গোলের জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ১০ বছর পর আবারও মুকুট ফিরে পেলো লুইজ আরাউজো-রেনাতো সানচেজরা।
এদিকে, নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে নেইমারের পিএসজিও। ব্রেস্তের মাঠে রোমেইন ফেইব্রের আত্মঘাতি গোলে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে খেলার ৭১ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]