দীর্ঘ ৭ বছর পর লুইস সুয়ারেজের গোলে লিগ শিরোপা জিতে অ্যাথলেটিকো মাদ্রিদ। ফাইনালে ১-১ গোলে সমতা থাকা ম্যাচে সুয়ারেজ গোল করে দলকেই শুধু এগিয়ে নেননি, নিশ্চিত করেন অ্যাথলেটিকোর মাদ্রিদের শিরোপাও।
শনিবার (২২ মে) লিগের শেষ ম্যাচে রিয়াল ভালাদোলিদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে টেবিল টপার অ্যাথলেটিকো। তখনই দলের মূল নায়ক হিসেবে আবির্ভাব হয় সুয়ারেজের। তার গোলে ভর করে ভালাদোলিদের বিপক্ষে জয় পায় মাদ্রিদের ক্লাবটি। শুধু জয় ই নয়, ৭ বছর পর নিশ্চিত হয় লা লিগার শিরোপাও।
এমন দুর্দান্ত অর্জন এর পর সমর্থক, ভক্ত, পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সুয়ারেজ।
তিনি বলেন, 'এই দলের সবাই যেভাবে আমাকে ভালোবাসছে, প্রশংসা করছে, বাহবা দিচ্ছে তাতে আমি দারুণ খুশি। তারা আমাকে সুযোগ দিয়েছে আমি যে এমন পারফরম্যান্স করতে পারি তা দেখানোর জন্য। আমার উপর আস্থা রাখার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।'
নিজের ফুটবল ক্যারিয়ারে এ বছরই তার জন্য তার পরিবার অনেক কস্ট, ত্যাগ স্বীকার করেছে বলে জানান সুয়ারেজ। তাছাড়া পুরো মৌসুম ধরে ধারাবাহিকতা ধরে রাখতে পারায়ই লিগ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
সুয়ারেজ বলেন, 'এই মৌসুমে আমার জন্য অনেককে কস্ট করতে হয়েছে। আমি দীর্ঘদিন ধরে খেলি, কিন্তু এবারই আমার জন্য আমার পরিবারকে সবচেয়ে বেশি কস্ট করতে হয়েছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]