জ্যৈষ্ঠ মাসের তপ্ত রোদে অতিষ্ঠ জনজীবন। তার মাঝেই চলছিল বাংলাদেশ নারী ফুটবল লিগ। তপ্ত দুপুরে টার্ফ এর মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটুকুও খেলতে পারছিল না নারী ফুটবলাররা। পাশাপাশি ফিটনেস ঘাটতি সহ পানির তৃষ্ণাও বেশ ভোগাচ্ছিল নারী ফুটবলারদের।
বর্তমান এই তীব্র গরমের ব্যাপারটিকে অতি গুরুত্ব দিয়ে সাময়িকভাবে নারী ফুটবল লিগ স্থগিত করল বাফুফে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেন। ফলে রবিবার (২৩ মে) এর সকল ম্যাচ পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
এদিকে, তীব্র গরমের কারণে নারী লিগ স্থগিত হলেও খুব বেশী দিনের বিরতি পড়বে না বলে জানা গেছে। নতুন সূচি করে পুনরায় দ্রুতই মাঠে ফিরবে ফুটবল। তবে এবার পরিবর্তন আসতে পারে ভেন্যুতে।
কমলাপুরের টার্ফ এর পরিবর্তে এবার লিগের বাকি ম্যাচ সমূহ অনুষ্ঠিত হতে পারে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মূলত কমলাপুরের মাঠের ফ্ল্যাডলাইটে সমস্যা থাকায় সেখানে রাতে ম্যাচ আয়োজন করতে পারছে না বাফুফে। ফলে অনেকটা বাধ্য হয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামে সরিয়ে নেয়া হতে পারে নারী লিগ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]