ব্রাহ্মণবাড়িয়ার জালে বসুন্ধরা মেয়েদের ৬ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৩ মে ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার জালে বসুন্ধরা মেয়েদের ৬ গোল

বাংলাদেশ নারী ফুটবল লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৬-০ গোলে হারিয়ে দিয়েছে বসুন্ধরা কিংসের মেয়েরা। দলের হয়ে হ্যাটট্রিক গোল করেন শ্রীমতি কৃষ্ণ রানী সরকার। এছাড়া শামসুন্নাহার জুনিয়র দু’টি এবং মারিয়া মান্ডা একটি গোল করেন।

শনিবার (২২ মে) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় এ ম্যাচ শুরু হয়। তপ্ত রোদের মাছে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচে হ্যাটট্রিক গোল করা কৃষ্ণ রানী শুরুতেই নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।
sportsmail24
বসুন্ধরা কিংসের দ্বিতীয় গোলটিও আসে কৃষ্ণ রানীর পা থেকে। ম্যাচের ১৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নিজের প্রথম গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ৫৪ম মিনিটে দল ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর মাত্র দুই মিনিট পরেই ব্যবধার আরও বাড়ান কৃষ্ণ রানী। ৫৬তম মিনিটে হ্যাটট্রিক গোল করেন তিনি।
sportsmail24
৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য পঞ্চম গোলটি খুব দ্রুতই আসে। তিন মিনিট পর ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। আর শেষ দিকে ৮৯তম মিনিটে বসুন্ধরা কিংসের হয়ে এফসি ব্রাহ্মণবাড়িয়ার জালে শেষ প্যারেকটি মারেন মারিয়া মান্ডা। ফলে নির্ধারিত সময় শেষে ৬-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংসের মেয়েরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

তীব্র গরমে চলছে ফুটবলারদের অনুশীলন

তীব্র গরমে চলছে ফুটবলারদের অনুশীলন

এমবাপের পরবর্তী গন্তব্য কোথায়?

এমবাপের পরবর্তী গন্তব্য কোথায়?

টানা দুই জয় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

টানা দুই জয় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

কাঁচারিপাড়ার বিপক্ষে জয় পেল কুমিল্লা ইউনাইটেড

কাঁচারিপাড়ার বিপক্ষে জয় পেল কুমিল্লা ইউনাইটেড