তীব্র গরমে চলছে ফুটবলারদের অনুশীলন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২৩ মে ২০২১
তীব্র গরমে চলছে ফুটবলারদের অনুশীলন

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপকে সামনে রেখে তীব্র গরমের মাঝেই  দলগত অনুশীলন চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার (২২ মে) সকালে অনুশীলন করেন জামাল-জিকু-তপুরা।

শনিবার সকাল ১০টায় অনুশীলনে আসেন জাতীয় দলের ফুটবলাররা। কাতারের গরম আবহাওয়ার সাথে মানিয়ে নিতেই তীব্র রোদে ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন কোচ জেমি ডে। 

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ২১ বা ২২ মে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। তবে পরবর্তীতে বাফুফে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে। কাতারে গেলেও সেখানের জিম, মাঠ সহ আরও কিছু সুবিধা থেকে বঞ্চিত থাকতে হতো বাংলাদেশকে।

মূলত কোয়ারেন্টাইন পর্ব শেষ না হওয়া পর্যন্ত কাতারের অধিকাংশ সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত থাকতে হত জামাল ভূঁইয়াদের। আর তাই সিদ্ধান্ত পরিবর্তন করে ৩০মে কাতারে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বাফুফে। 

এদিকে, কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপের ম্যাচকে সামনে রেখে আগামীকালও (রবিবার) অনুশীলন রয়েছে ফুটবলারদের। সকাল ১০টায় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপের পরবর্তী গন্তব্য কোথায়?

এমবাপের পরবর্তী গন্তব্য কোথায়?

অর্থের অভাবে আগুয়েরোতেই আস্থা বার্সার

অর্থের অভাবে আগুয়েরোতেই আস্থা বার্সার

কোপা আমেরিকার সহ আয়োজক হিসেবে থাকছে না কলম্বিয়া

কোপা আমেরিকার সহ আয়োজক হিসেবে থাকছে না কলম্বিয়া

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব