পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল সাবেক বার্সেলোনা খেলোয়াড় ও বর্তমান আল সাদের কোচ জাভি হারনান্দেজকে। তবে অবাক করে দিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এই তারকা খেলোয়াড়।
ইএসপিএন এর সূত্রমতে, ব্রাজিল জাতীয় দলের হেড কোচ তিতের জন্য একজন সহকারী কোচ খুঁজছিল ব্রাজিল। সেই পরিপ্রেক্ষিতে প্রস্তাব দেয়া হয়েছিল জাভিকে। তবে, কোন দ্বিধা না রেখেই ব্রাজিলের প্রস্তাবে 'না' করে দিয়েছেন জাভি।
ব্রাজিলের প্রস্তাবে না করে দেওয়ায় নতুন করে আবারও নাড়া দিয়ে উঠলো বার্সার কোচ হওয়ার সম্ভাবনায় থাকার খবরটি। কিছুদিন ধরেই গুঞ্জন ছিল বার্সা প্রেসিডেন্ট আগামী মৌসুমে দলটির হেড কোচ হিসেবে দেখতে চায় জাভিকে।
যদিও জাভি কিছুদিন আগে বলেছিলেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বার্সা তার সাথে প্রাথমিক আলাপও করেছে।
তবে কি বার্সার কোচ হওয়ার জন্য ব্রাজিলের এই আকর্ষণীয় প্রস্তাবে জাভির 'না'?
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]