করোনাভাইরাসের ঊর্ধ্বগতি এবং কঠোর লকডাউনের কারণে স্থগিত হওয়া মহিলা ফুটবল লিগ ২০২০-২০২১ পুনরায় মাঠে গড়িয়েছে। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী লিগের তৃতীয় ম্যাচে সদ্যপুষ্কুরিনী যুব এসসির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া।
বুধবার (১৯ মে) বিকালে অনুষ্ঠিত এই ম্যাচে মহিলা লিগের নবাগত দল এফসি ব্রাহ্মণবাড়িয়া নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নেয়।
পুরো ম্যাচ জুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলে এফসি ব্রাহ্মণবাড়িয়া। তবে ফিনিশিংয়ের দুর্বলতার কারণে জয়ের ব্যবধানটা বড় করতে পারেনি তারা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় এফসি ব্রাহ্মণবাড়িয়া। ৭ মিনিটে ইলা আক্তার ইলার করা গোলে ১-০তে এগিয়ে যায় তারা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এফসি ব্রাহ্মণবাড়িয়া নিজেদের পরবর্তী ম্যাচে শনিবার (২২ মে) মাঠে নামবে শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস এর ইউটিউব চ্যানেল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]