সিরি আ শিরোপা জয় থেকে বঞ্চিত হলেও কোপা ইতালিয়ার শিরোপা নিজেদের করে নিলো জুভেন্টাস। ফাইনালে আটলান্টাকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের আনন্দে ভাসল তারা। দুই মৌসুম পর আবারও কোপা ইতালিয়া নিজেদের ঘরে তুললো জুভেন্টাস। এই নিয়ে চতুর্দশ বারের মত এই শিরোপা জিতে তারা।
আটলান্টার বিপক্ষে বুধবার (১৯ মে) দিবাগত রাতে ২-১ গোলের জয় পায় রোনালদোর জুভেন্টাস।
আটলান্টার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া থাকে জুভেন্টাস। তবে সহজে গোল আদায় করতে পারেনি তারা। ম্যাচের ৩০ মিনিটে প্রথম লিড পায় তারা। ম্যাকেনির এ্যসিস্টে কুলুসেভেস্কি গোল করলে ১-০তে এগিয়ে যায় তারা।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। ম্যাচের ৪০ মিনিটেই সমতায় ফিরে আটলান্টা। হ্যাইটেবুয়ের এ্যসিস্টে আটলান্টাকে সমতায় ফেরান মালিনোভেস্কি। প্রথমার্ধের বাকি সময় আর কোন গোল না হলে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।
বিরতি থেকে ফিরে ম্যাচে লিড নেয়ার চেস্টা করে অ্যাটলান্টা ও জুভেন্টাস। তবে কোন দলই সেই গোলের দেখা পাচ্ছিল না।
ম্যাচের ৭০ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। কুলুসেভেস্কির এ্যাসিস্টে দলকে ২-১ গোলে এগিয়ে নেন জুভেন্টাসের চেইশা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলেও অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেন আটলান্টার টলই।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]