অভিষেক মৌসুমেই চেলসির সেরা খেলোয়াড় মাউন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ এএম, ২০ মে ২০২১
অভিষেক মৌসুমেই চেলসির সেরা খেলোয়াড় মাউন্ট

২০২০-২১ মৌসুমে নিজেদের বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। পুরো মৌসুম জুড়েই দারুণ খেলে যাওয়া ২২ বছর বয়সী ম্যাসন মাউন্টকে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে ক্লাবটি। 

ফুটবল ভক্তদের ভোটিংয়ের মাধ্যমেই তাকে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। চেলসির হয়ে এই মৌসুমেই অভিষেক হওয়া মাউন্ট সব মিলিয়ে ৫৩ ম্যাচ খেলে করেছেন ৮ গোল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে মাউন্ট এখন পর্যন্ত এই মৌসুমে খেলেছে ৩৫ ম্যাচ। যেখানে তার গোল সংখ্যা ৬টি, সাথে রয়েছে ৬টি এ্যাসিস্টও। ৩৫ ম্যাচ খেললেও মাত্র দুটি হলুদ কার্ড দেখেন এই তরুণ ফুটবলার। 

লিগে ৩৫ ম্যাচে ২টি হলুদ কার্ড খেলেও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচেই ৪টি হলুদ কার্ড দেখেছেন মাউন্ট। চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচ খেলে ২ গোলের বিপরীতে তার এ্যাসিস্ট রয়েছে ১টি। 

এফএ কাপেও দলের নিয়মিত মুখ ছিলেন মাউন্ট। ৫ ম্যাচে অংশ নিয়ে নিজের নামে পাশে যোগ করতে পেরেছেন এক গোল। 

উয়েফা ন্যাশন্স লিগ এ- টুর্নামেন্টেও গোলের দেখা পেয়েছেন মাউন্ট। ৫টি ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট এ তিনি করেছেন দুইটি গোল। 

দলের এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সম্মানিত করতে পেরে খুশি চেলসিও। ক্লাবটির আশা, এই বছরের ন্যায় আগামী বছরগুলোতেও এমন পারফরম্যান্স ধরে রাখবে মাউন্ট। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১০ জনের সিটিকে হারিয়ে দিল ব্রাইটন

১০ জনের সিটিকে হারিয়ে দিল ব্রাইটন

দর্শক উপস্থিতিতে চেলসির জয়োল্লাস

দর্শক উপস্থিতিতে চেলসির জয়োল্লাস

জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া

জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি