ঘরের মাঠ ফালমের স্টেডিয়ামে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখালো ব্রাইটন। ম্যানচেস্টার সিটিকে টেবিলের ১৫তম অবস্থানে থাকা ব্রাইটন ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। তবে এ হারেও শীর্ষ স্থানেই রয়েছে ম্যানসিটি।
মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় সিটি। মাহরেজ এর এ্যাসিস্টে দলকে এগিয়ে নেন গুন্ডোগান।
ম্যাচে এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি সিটি। ম্যাচের ৯ মিনিটেই লাল কার্ড দেখেন দলটির ক্যানসিলো। প্রথমার্ধের বাকি সময় আর বড় কোন অঘটন না ঘটলে ১-০ গোলে এগিয়েই বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেই গোল পায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৪৭ মিনিটে ফোডেনের গোলে ২-০ তে এগিয়ে যায় তারা।
তবে এরপর থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ায় ব্রাইটন। ম্যাচের ৪৯ মিনিটে ব্রাইটনের হয়ে প্রথম গোলটি করেন লেন্দ্রো ট্রসাড।
ব্রাইটন ম্যাচে সমতায় ফিরে ৭১ মিনিটে। দলটির ফুটবল ওয়েবস্টার গোল করলে ২-২ গোলে সমতায় ফিরে তারা। এর ৪ মিনিট পরেই লিড পেয়ে যায় তারা।
ম্যাচের ৭৫ মিনিটে বারন গোল করলে ৩-২ গোলে এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে ৩-২ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক ব্রাইটন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]