ইসরাইলের সন্ত্রাসী আগ্রাসনে বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন বিশ্বের তারকা খেলোয়াড়েরা। ফিলিস্তিনের বিপক্ষে পোস্ট করে বিপাকেই পড়েছিলেন আর্সেনাল এর খেলোয়াড় মোহাম্মদ এলনেনি। তবে ক্লাবের সহযোগিতায় ঝামেলা ছাড়াই বিপদ থেকে মুক্তি পান তিনি।
প্রায় ৫ মিলিয়ন ফলোয়ার থাকা এলনেনি তার টুইটারে লিখেছিলেন, 'আমার মন, আমার প্রাণ তোমাকে সমর্থন করে ফিলিস্তিন।’
তার করা এই টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নজর এড়ায়নি আর্সেনালের স্পন্সর লাভাজ্জা গ্রুপেরও। তার টুইটারের প্রতিবাদ জানায় গ্রুপটি। তবে এলনেনির টুইটারের পক্ষ নিয়ে লাভাজ্জি গ্রুপের সাথে কথা বলেন আর্সেনাল।
লাভাজ্জা গ্রুপের এক কর্মকর্তা জানান, এলনেনির টুইটারের পক্ষে আর্সেনাল থাকায় তারা উদ্বিগ্ন। বর্ণবাদ এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধেও লাভাজ্জার অবস্থান বলে ওই কর্মকর্তা জানান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]