ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ এএম, ১৯ মে ২০২১
ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

বার্সেলোনার  হয়ে খুব বেশি ভালো না হলেও সন্তোষজনক এক মৌসুম পার করলেন দলটির জার্মান গোলকিপার টার স্টেগান। লিগের এক ম্যাচ বাকি থাকতেই ইতিমধ্যেই শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা। তবে, এরই মাঝে দুঃসংবাদ হিসেবে এলো টার স্টেগানের ইনজুরির খবর। 

বার্সেলোনার জন্য খবরটি ততটা হতাশাজনক না হলেও, জার্মানির জন্য তা খুবই দুঃখজনক। কারণ, আসন্ন ইউরোতে জার্মানির গোলবার সামলানোর দায়িত্বে থাকার কথা ছিল এই স্টেগানেরই। 

মূলত হাঁটুর অস্ত্রোপাচারের জন্যই ইউরোতে জার্মানির হয়ে খেলা হবে না তার। নিজের অফিশিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে এ কথা জানান তিনি। 

টার স্টেগান লিখেন, 'গত ম্যাচের পরাজয়ে আমি খুবই হতাশ। আমরা লিগ জিততে পারব না  ভাবতেই খারাপ লাগে। মৌসুমের শুরুটা ভালো না হলেও আমরা টানা ১৯ ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে ফিরে আসি, কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।' 

নিজের ইনজুরি এবং ইউরোর ব্যাপারে স্টেগান আরও লিখেন, 'আমি মেডিকেল টিমের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছি যে, হাঁটুর অস্ত্রোপাচার করাব। ফলে, আসন্ন ইউরোতে জার্মানির হয়ে আমার খেলা হচ্ছে না। কয়েক বছরের মধ্যে এবারই প্রথম দেশে থেকেও দলকে শুধু সমর্থন দিতে হবে।' 

টার স্টেগানের এই ইনজুরির ফলে জার্মানি দলকে পুরোপুরি নির্ভর করতে হবে দলটির আরেক গোলকিপার  ম্যানুয়েল নয়ারের উপর। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাদ পড়তে পারেন কোম্যান, আলোচনায় জাভি

বাদ পড়তে পারেন কোম্যান, আলোচনায় জাভি

চমক ছাড়াই বেলজিয়ামের দল ঘোষণা

চমক ছাড়াই বেলজিয়ামের দল ঘোষণা

দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা

মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা