রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। আন্তর্জাতিক গণমাধ্যমে ক্লাব ছাড়ার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমে তিনি জানান, ক্লাব ছাড়ার ব্যাপারে খেলোয়াড়দের সাথে তার কোনো কথাই হয়নি। আপাতত তিনি রিয়াল ছাড়ছেন না।
রোববার (১৬ মে) গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কোচ জিনেদিন জিদান। ৮ মে (শনিবার) সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের ড্রেসিং রুমে ফুটবলারদের বিষয়টি জানিয়েও দিয়েছেন তিনি। তবে ২৪ ঘণ্টা পার না হতেই সুর পাল্টালেন জিদান।
খেলোয়াড়দের সাথে এ ব্যাপারে তার কোনো কথাই হয়নি বলেও জানান জিদান। তিনি বলেন, 'আমরা যখন শিরোপার জন্য নিজেদের উজাড় করে দিচ্ছি, তখন এমন কথা আমি বলতে যাব? আমি ক্লাব ছেড়ে চলে যাচ্ছি -এ কথা খেলোয়াড়দের কিভাবে বলি!'
'মানুষজন যা ইচ্ছে তাই বলতে পারে। কিন্তু আমি এমন কথা (ক্লাব ছাড়া প্রসঙ্গে) খেলোয়াড়দের বলতে পারি না। মৌসুম শেষে এসব নিয়ে ভাবা যাবে। আপাতত সামনের ম্যাচ নিয়েই আমার সকল পরিকল্পনা।' বলেন জিনেদিন জিদান।
নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন উল্লেখ করে জিদান আরও বলেন, 'এখন আমার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কথা বলার সময় না। যেকোন কিছুর চেয়ে মৌসুমের শেষ ম্যাচটা গুরুত্বপূর্ণ।'
লা-লিগার শিরোপার দৌড়ে এখনও এগিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদই। যদি, অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয় তখনই কেবল রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ থাকবে শিরোপা জয়ের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]