দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১৮ মে ২০২১
দলগত অনুশীলনে জামাল ভূঁইয়ারা, অনুপস্থিত বিশ্বনাথ ঘোষ

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপকে সামনে রেখে দলগত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার (১৭ মে) সকালে অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা। তবে ইনজুরির কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি বিশ্বনাথ ঘোষ।

প্রথম দিনের অনুশীলনেই ঘাম জড়িয়েছে জামাল-জিকোরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করেছে কোচ জেমি ডে। বিশ্বনাথ ঘোষ না থাকায় বাকি ৩২ খেলোয়াড় নিয়ে প্রথম দিনের অনুশীলনে সেরেছেন জেমি ডে।

দলের খেলোয়াড়দের একই সাথে পেয়ে খুশি জেমি ডে বলেন, 'আজ (সোমবার) যতটুকু সম্ভব খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করেছি। আশা করি, সামনের ম্যাচগুলোতে তারা ভালোটাই দেখাবে।' 

sportsmail24

এদিকে জামাল ভূঁইয়া জানিয়েছিলেন, বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। তিনি আশা করেন, দলের সকলে নিজেদের সেরা খেলাটা দিতে পারলে কাতারে ভালো কিছু করা সম্ভব। রোববার (১৬ মে) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন আশা ব্যক্ত করেন। 

মঙ্গলবারও (১৮ মে) দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ। সকাল ১০টায় ঢাকার মাঠেই নিজেদের প্রস্তুত করতে অনুশীলনে নামবেন ফুটবলাররা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা

মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা

পুনরায় মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ

পুনরায় মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ

শেষ ম্যাচ অব্দি আশা বাঁচিয়ে রাখলো রিয়াল

শেষ ম্যাচ অব্দি আশা বাঁচিয়ে রাখলো রিয়াল

শিরোপার লড়াই থেকে ছিটকে গেল বার্সেলোনা

শিরোপার লড়াই থেকে ছিটকে গেল বার্সেলোনা