করোনভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হওয়া বাংলাদেশ নারী ফুটবল লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী, ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম দিন ছাড়া দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, বুধবার (১৯ মে) বিরতির পর লিগ শুরু হবে। প্রথম দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল ৩ টায়, দ্বিতীয় ম্যাচ বিকেল ৫টায় ও দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।
বুধবার (১৯ মে) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নারী লিগ। এরপর ক্রমানুসারে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বুধবার দিনের প্রথম ম্যাচে বিকেল ৩ টায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে নাসরিন স্পোর্টস একাডেমি। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় লড়বে কুমিল্লা ইউনাইটেড ক্লাব ও জামালপুর কাচারীপাড়া একাদশ।
একই দিনে শেষ ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে এফসি ব্রাহ্মণবাড়িয়া ও সুদ্ধপুশকরনী যুব স্পোর্টিং ক্লাব।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]