লিগ ওয়ানে সহজ জয় পেয়ে শিরোপা দৌড় জমিয়ে তুললো পিএসজি। পার্ক দি প্রিন্সেস স্টেডিয়ামে রবিবার (১৬ মে) রেমিসকে ৪-০ গোলে হারিয়েছে নেইমাররা। এই জয়ের ফলে শীর্ষে থাকা লিলের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে পিএসজি। ফলে, লিগ ওয়ানের শিরোপা কার হাতে যাচ্ছে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে খেলে পিএসজি। নির্ধারিত সময়ে ২৮টি শট নেয় পিএসজি, যেখানে রেইমস এর শট ছিল মাত্র ২টি। বল পজিশনেও এদিন এগিয়ে ছিল পিএসজি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৯ম মিনিটে রেইমসের আবদেল হামিদ লাল কার্ড দেখলে পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পিএসজি তারকা নেইমার। ম্যাচের দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে।
ম্যাচের ২৩ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন এমবাপে। প্রথমার্ধে বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলে লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।
বিরতি থেকেই ফিরেও নিজেদের আধিপত্য ধরে রাখে পিএসজি। ম্যাচের ৬৭ মিনিটে নেইমারের এ্যাসিস্টে গোল করেন মারকুইনহোস। ম্যাচের শেষ মুহূর্তে কেন গোল করলে ৪-০ গোলের জয় নিশ্চিত করে পিএসজি।
এই জয়ের ফলে ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে অবস্থান করছে পিএসজি। অন্যদিকে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা লিলিও খেলেছে সমান সংখ্যক ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]