জিতলেই শিরোপা জয় করা হতো বিষয়টা এমন ছিল না। তবে জয় তুলে নিজেদের কাজটা অন্তত করে রাখতে পারতো বার্সেলোনা, সেটিও হয়নি। ঘরের মাঠে প্রতিপক্ষ সেল্তা ভিগোর বিপক্ষে উল্টো হেরে শিরোপা জয় থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেছে মেসিরা।
রোববার (১৬ মে) দিনগত রাতে ন্যু ক্যাম্পে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। প্রথমে মেসি গোল করে দলতে এগিয়ে গেলেও সান্তি মিনার জোড়া গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
লিগের মাত্র এক রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের অর্জন ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট। ৮১ পয়েন্ট নিয়ে দু’য়ে আছে রিয়াল মাদ্রিদ। আর তিনে থাকা বার্সার অর্জন ৭৬ পয়েন্ট।
গোটা ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল বার্সার। তাদের নেওয়া ২০ শটের চারটি ছিল লক্ষ্যে। সেলতারও চার শটের চারটি ছিল লক্ষ্যে। বার্সা অবশ্য পুরো ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৮৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লেঁমো লংলে।
চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। লিওনেল মেসির গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। জয় তো দূরের কথা, ড্র নিয়েও মাঠ ছাড়তে পারল না কাতালানরা। সেলতা ভিগোর কাছে হেরে গেল রোনাল্ড কোমানের শিষ্যরা।
স্পোর্টসমেইল২৪/আরকে/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]