কখনও এফএ কাপে শিরোপা না জেতা লেস্টার সিটির সামনে প্রতিপক্ষ ছিল ৮ বারের শিরোপাজয়ী চেলসি। স্বাভাবিকভাবেই শক্তির বিচারে এগিয়ে ছিল চেলসি। তবে দিন শেষে ইতিহাস গড়লো লেস্টার সিটি। চেলসিকে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপ জয়ের রেকর্ড গড়লো লেস্টার সিটি।
শনিবার (১৫মে) দিবাগত রাতে তিয়েলেমান্সের একমাত্র করা গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে দ্যা ফক্সেসরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্টভাবেই এগিয়ে ছিল চেলসি। তবে গোলের খেলা ফুটবল। সেই গোলেরই দেখা পাচ্ছিল না ব্লুজরা।
কখনো ফরোয়ার্ডদের ব্যর্থতা আবার কখনো বা লেস্টার সিটির গোলকিপার ক্যাসপার স্মাইকেলের শক্ত প্রতিরোধে গোল করতে ব্যর্থ হয় চেলসি।
ম্যাচের একমাত্র শিরোপা নির্ধারণকারী গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৩ মিনিটে তিয়েলেমেন্সের গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। ম্যাচের বাকি সময় চেলসি আপ্রাণ চেষ্টা করলেও ভাগ্য সহায় হয়নি তাদের। ম্যাচের ৮৮ মিনিটে সমতায় ফিরতে পারতো চেলসি।
মরগানের আত্মঘাতী গোল ভিএআর-এ অফসাইড প্রমাণিত হলে সমতায় ফেরা হয়নি চেলসির। ফলে ১-০ গোলের জয় নিয়েই প্রথমবারের মত এফএ কাপের শিরোপা উদযাপন করে দ্যা ফক্সেস।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]