তুরিনের ঘরের মাঠে তুরিনকে লজ্জাই দিলো এসি মিলান। ইতালিয়ান সিরি ‘আ’ লিগে বুধবার (১২ মে) রাতে তুরিনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে এসি মিলান। আন্তে রেবিকের ঝলকে বড় জয় নিয়ে ৩য় স্থানে অবস্থান করছে এসি মিলান।
অলিম্পিক দ্যি তুরিন স্টেডিয়ামে প্রতিপক্ষ এসি মিলানকে প্রথম ১৯ মিনিট গোলবঞ্চিত রাখতে পারে তুরিন। ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল পায় এসি মিলান। থিও হারনান্দেজের গোলে ম্যাচে ১-০ তে এগিয়ে যায় তারা।
প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি এসি মিলানকে। ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফ্র্যাংক কেসি। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ২-০ লিড নিয়ে বিরতিতে যায় এসি মিলান।
ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটাই এসি মিলানের। বিশেষ করে আন্তে রেবিকের ১২ মিনিটের হ্যাটট্রিকে দ্বিতীয়ার্ধে উড়ে যায় তুরান। আন্তে রেবিকের তান্ডবের আগে আরও দুইটি গোল পায় এসি মিলান। ম্যাচের ৫০ মিনিটে গোল করেন ব্রাহিম দিয়াজ ও ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন থিও হারনান্দেজ।
এরপর ম্যাচে একাই যেন খেলেন আন্তে রেবিক। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে তুরিনের মাঠে তুরিনকে বিধ্বস্ত করেন তিনি। ম্যাচের ৬৭, ৭২ ও ৭৯ মিনিটে গোল তিনটি করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]