ক্যারিয়ার জুড়ে যেখানেই খেলেছেন সেখানেই নতুন করে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার জুভেন্টাসের হয়েও নতুন কীর্তি গড়লেন এ পর্তুগিজ তারকা। প্রথম ফুটবলার হিসেবে জুভেন্টাসের হয়ে তিন মৌসুম খেলেই শততম গোলের দেখা পেয়েছেন তিনি।
সিরি ‘এ’ তে বুধবার (১২ মে) দিনগত রাতে সাসসুয়োলোর বিপক্ষে শততম গোলের রেকর্ড গড়েন রোনালদো। আদ্রিও রাবিওর পাস থেকে বিরতির ঠিক আগ মুহুর্তে গোল করেন এ পর্তুগিজ। আর এ গোলের মাধ্যমেই ক্লাবের হয়ে দ্রুততম একশ গোল করার কীর্তি গড়েন।
এর আগে জুভেন্টাসের হয়ে দ্রুততম একশ গোল করার রেকর্ড ছিল ওমর সিভোরি এবং রবার্তো বাজ্জিওর দখলে। তারা নিজেদের শততম গোল করতে খেলেছিলেন চার মৌসুম।
সাসসুয়েলোর বিপক্ষে করা গোলটি ছিল এবারের মৌসুমে লিগে রোনালদোর ২৮ তম গোল। সিরি ‘এ’ তে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। আর দ্বিতীয় স্থানে থাকা রোমেলু লুকাকুর গোল ২১ টি। দল লিগ শিরোপা না জিতলেও গোল্ডেন বুট জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]