১৯ বছরের শিরোপা খরা ঘোচালো স্পোর্টিং লিসবন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৩ মে ২০২১
১৯ বছরের শিরোপা খরা ঘোচালো স্পোর্টিং লিসবন

দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়ে ১৯ বছর পর লিগ টাইটেল ঘরে তুললো পর্তুগিজ লিগের দল স্পোর্টিং লিসবন। পোর্তো, বেনফিকার আধিপত্য শেষ করে শিরোপা ঘরে তুলেছে কোচ রোবেন অ্যামোরিমের দল। মঙ্গলবার (১১ মে) বোয়াভিস্তার বিপক্ষে ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে তারা।

২০০২ সালের পর দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বোয়াভিস্তার বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাউলিনহোর গোলে এগিয়ে যায় লিসবন। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ জয়ের পাশাপাশি শিরোপা জয়ও নিশ্চিত করে স্পোর্টিং লিসবন। এর ফলে ভেঙেছে পোর্তো এবং বেনফিকার ১৯ বছরের আধিপত্য।

পর্তুগিজ লিগে স্পোর্টিং লিসবনের এটি ১৯তম শিরোপা। এবারের মৌসুমে এক ম্যাচেও হারের মুখ দেখে নাই ক্লাবটি। পর্তুগিজ লিগে এখনও স্পোর্টিং লিসবনের বাকি দুই ম্যাচ, পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থাকা পোর্তোর সঙ্গে ৮ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে।

দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও স্টেডিয়ামের বাইরে হাজির হয়েছিল প্রায় হাজার খানিক স্পোর্টিং লিসবন সমর্থক। এ সময়ে সমর্থকদের সামাজিক দূরত্ব এবং মাস্ক পড়তে বলা হলেও তা অমান্য করেই উৎসব পালন করছিল তারা। উৎসব পালনের সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্পোর্টিং লিসবন সমর্থকরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

খেলোয়াড়দের অনুরোধে স্থগিত জাতীয় দলের ক্যাম্প

খেলোয়াড়দের অনুরোধে স্থগিত জাতীয় দলের ক্যাম্প

বাঁশের তৈরি ব্যাটে এমসিসির না

বাঁশের তৈরি ব্যাটে এমসিসির না

ইউনাইটেডের হারে ম্যানসিটির শিরোপা উৎসব

ইউনাইটেডের হারে ম্যানসিটির শিরোপা উৎসব