খেলোয়াড়দের অনুরোধে স্থগিত জাতীয় দলের ক্যাম্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ এএম, ১৩ মে ২০২১
খেলোয়াড়দের অনুরোধে স্থগিত জাতীয় দলের ক্যাম্প

পবিত্র ঈদ-উল-ফিতরের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প স্থগিত করা হয়েছে। মাত্র তিনদিন চালু থাকার পর বুধবার (১২মে) এ সিদ্ধান্ত নেয় বাফুফে। এর আগে সোমবার (১০মে) থেকে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প চালু করেছিল বাফুফে। 

দেশে ফিরে জাতীয় দলের কোচ জেমি ডে রয়েছেন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ১৬মে থেকে তিনি দলের সাথে যোগ দিবেন বলে জানা গেছে। 

জেমি ডেও নেই, তাছাড়া লিগে অনেক ক্লাবের ম্যাচ চলায় পুরোদমে ক্যাম্পও চলছিল না। আর তাই খেলোয়াড়েরা ঈদের পর পুনরায় একত্রে পুরোদমে ক্যাম্প শুরুর অনুরোধ জানায়। খেলোয়াড়দের অনুরোধের প্রেক্ষিতেই বাফুফের পক্ষ থেকে  এই সিদ্ধান্ত নেয়া হয়। 

উল্লেখ্য যে, আগামী জুনে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কাতারে।

উক্ত ম্যাচগুলোকে সামনে রেখে ৩৩ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। ৩৩ সদস্যের দল হলেও এতে সুযোগ মিলেনি ঢাকা আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাহর। সর্বশেষ নেপালের ত্রি-দেশীয় সিরিজেও ছিলেন তিনি। তবে বাদশা বাদ পড়লেও দলে ফিরেছেন তপু বর্মণ ও তারিক কাজি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর সাথে খেলতে চান নেইমার

রোনালদোর সাথে খেলতে চান নেইমার

জন্মদিনে ক্লাবের সাথে চুক্তি বাড়ালেন ইনিয়েস্তা

জন্মদিনে ক্লাবের সাথে চুক্তি বাড়ালেন ইনিয়েস্তা

সুপার লিগের কারণে সিরি ‘এ’ থেকে বাদ পড়তে পারে জুভেন্টাস

সুপার লিগের কারণে সিরি ‘এ’ থেকে বাদ পড়তে পারে জুভেন্টাস

বড় অঙ্কের প্রস্তাব ফেলে ম্যান ইউতে থাকছেন কাভানি

বড় অঙ্কের প্রস্তাব ফেলে ম্যান ইউতে থাকছেন কাভানি