ম্যানচেস্টার ইউনাইটেডের অপরাজেয় পথচলায় বাধা হয়ে দাঁড়িয়েছিল লেস্টার সিটি। দলটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানইউ হেরে গেছে। তাদের হেরে যাওয়ায় উৎসবে মেতে উঠছে নগরীর আরেক প্রান্ত। কারণ, ম্যানইউ হেরে যাওয়ায় শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির।
মঙ্গলবার স্বাগতিক ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় লেস্টার সিটি। প্রথমে পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও তা ধরে রাখতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে লেস্টারের হয়ে জয় সূচক গোলটি করেন সুইয়োনজু।
প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ২৫ জয় এবং ৫ ড্রয়ে সিটির পয়েন্ট ৮০। সমান সংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে ইউনাইটেড।
চলতি মৌসুমসহ ইংলিশ ফুটবলের মোট সাতবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লো ম্যানচেস্টার সিটি। যার মধ্যে পাঁচ শিরোপাই এসেছে সর্বশেষ এক দশকে।
লিগ শিরোপার জয়ের আগেই ঘরে তুলেছিল লিগ কাপ শিরোপা। এখন ট্রেবল জয় থেকে মাত্র এক জয় দূরে ম্যানচেস্টার সিটি। ২৯ মে (শনিবার) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসিকে হারাতে পারলেই দুর্দান্ত ফর্মে থাকা সিটির ট্রেবল পূর্ণ হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার লড়াইও বেশ জমে উঠেছে। চেলসি, লেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মধ্যে চলছে সেরা চারে থাকার লড়াই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]