নিজের ৩৭তম জন্মদিনে মঙ্গলবার (১১মে) জাপানি ক্লাব ভিসেল কোবের সাথে আরও দুই বছরের চুক্তি করেছে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে ভিসেল কোবের সাথে তিন বছরের চুক্তি করেছিলেন ইনিয়েস্তা। এখন নতুন করে আরও দুই বছরের চুক্তি করায় ২০২৩ সাল পর্যন্ত কোবের খেলোয়াড় হিসেবেই থাকছেন এই মিডফিল্ডার।
ভিসেল কোবের সাথে চুক্তি করতে পেরে খুশি ইনিয়েস্তাও। নিজের পারফরম্যান্স দ্বারা ক্লাবকে যতটুকু সম্ভব উপরে নিয়ে যাওয়াই লক্ষ্য তার। ইনিয়েস্তা বলেন, `আমি আমার সাধ্যমত চেস্টা করব ভিসেল কোবেকে উপরে নিয়ে যেতে। এই দলকে আরো উচ্চতায় নিতে আমি নিরলস ভাবে কাজ করতে প্রস্তুত আছি।`
এদিকে ইনিয়েস্তার সাথে চুক্তি করতে পেরে খুশি ক্লাবের প্রেসিডেন্ট মিকিতানি। তিনি মনে করেন, ইনিয়েস্তার দলে থাকা বাকি খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। মিকিতানি আশা করেন যে, ইনিয়েস্তার হাত ধরেই এশিয়ার সেরা ক্লাব হবে ভিসেল কোবের।
মিকিতানি বলেন, `ইনিয়েস্তার সাথে চুক্তি শুধু দলের শক্তিই বৃদ্ধি করবে না , বরং জে-লিগ বিশ্বব্যাপী পরিচিতিও লাভ করবে।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]