সুপার লিগের কারণে সিরি ‘এ’ থেকে বাদ পড়তে পারে জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ এএম, ১২ মে ২০২১
সুপার লিগের কারণে সিরি ‘এ’ থেকে বাদ পড়তে পারে জুভেন্টাস

ইউরোপিয়ান সুপার লিগ থেকে নাম না করায় উয়েফা শাস্তির হুমকি দিয়ে রেখেছে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে। এবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে শাস্তির হুমকি এল জুভেন্টাসের কাছে। ‘বিদ্রোহী’ সুপার লিগ থেকে নাম প্রত্যাহার না করলে আগামী মৌসুম থেকে ইতালিয়ান সিরি ‘এ’ তে খেলতে পারবে না বলে জানালেন সংস্থাটির সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা।

১২ দলের সুপার লিগ থেকে ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে ৯ ক্লাব। এখনও এই লিগে আছে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ৯ ক্লাব উয়েফার সাথে এক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে । এ সমঝোতার পরে উয়েফা কতৃপক্ষ জানায় সুপার লিগে থাকা তিন ক্লাবকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। শাস্তির দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে উয়েফা।

উয়েফার এ ঘোষণার পরের দিন সুপার লিগের এ তিন ক্লাব এক বিবৃতিতে জানায়, প্রকল্পটি থেকে সরে দাড়ানোর জন্য তাদের উপর অসহনীয় চাপ দেওয়া হচ্ছে। এরই সাথে তারা নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানায়।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইতালির রেডিও স্টেশন ‘রেডিও রাই’ কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাভিনা জানান, সুপার লিগ থেকে নাম প্রত্যাহার না করলে আগামী মৌসুমে সিরি ‘এ’ তে নিষিদ্ধ করা হবে জুভেন্টাসকে।

নতুন মৌসুমের আগেই নিজেদের তৈরি সুপার লিগ থেকে সরে না আসলে হয়তো আগামী মৌসুমে দেখা যাবে না তুরিনের ওল্ড লেডিদের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বড় অঙ্কের প্রস্তাব ফেলে ম্যান ইউতে থাকছেন কাভানি

বড় অঙ্কের প্রস্তাব ফেলে ম্যান ইউতে থাকছেন কাভানি

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শঙ্কায় রোনালদোর জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শঙ্কায় রোনালদোর জুভেন্টাস

আইপিএলের বাকি অংশ খেলা হবে না ইংলিশ ক্রিকেটাদের

আইপিএলের বাকি অংশ খেলা হবে না ইংলিশ ক্রিকেটাদের

ভারতে বিশ্বকাপ চান না চ্যাপেল

ভারতে বিশ্বকাপ চান না চ্যাপেল