বোকা জুনিয়র্স থেকে বড় অফার পেয়েছিলেন, তারপরও নতুন করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেই চুক্তি করলেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। ফর্মের তুঙ্গে থাকা এই ফরোয়ার্ড এর সাথে নতুন করে আরও এক বছরের জন্য চুক্তি করেছে ক্লাব অফিশিয়ালরা। এর আগে ১ বছরের চুক্তিতে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে ম্যান ইউতে যোগ দেন কাভানি।
লিগে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ৯ গোল করেছেন কাভানি, ইউরোপা লিগে রয়েছে ৮ ম্যাচে ৫ গোল। তাকে দলে নিতে বড় অঙ্কের প্রস্তাবই দিয়েছিল বোকা জুনিয়র্স। তবে, তার আগেই কাভানির সাথে আনুষ্ঠানিকভাবে নতুন করে ১ বছরের জন্য চুক্তি করে ফেলে ম্যান ইউ।
ম্যান ইউর অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে এডিনসন কাভানি নতুন এই চুক্তির ব্যাপারে মুখ খেলেন। আরো ১ বছর ম্যান ইউতে খেলতে পারার সুযোগ পেয়ে খুশি কাভানিও।
তিনি বলেন, `গত ১ বছরে ক্লাবটির সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। সতীর্থ থেকে শুরু করে দলের স্টাফদের সাথেও আমার দারুণ সম্পর্ক। গত ১ বছরে ক্লাবের ফ্যানদের সামনে খেলার সুযোগ হয়নি। আশা করি এবার দর্শকদের উপস্থিতিতে খেলতে পারব।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]