উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে আগেই, এবার লিগের শিরোপা জয়ও যেন আরও কঠিন করল প্যারিস সেইন্ট জার্মে (পিএসজি)। এ্যাওয়ে ম্যাচে রবিবার (৯মে) তারা ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রেনেসের সঙ্গে। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিলির সাথে পয়েন্ট ব্যবধান ৩এ দাঁড়ালো পিএসজির।
এ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থাকে পিএসজিই। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন পিএসজির সেরা তারকা নেইমার।
এগিয়ে থেকে বিরতিতে গেলেও বিরতি থেকে ফিরে চাপের মুখে পড়ে নেইমাররা। ম্যাচের ফেরার জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে রেনেসে। অবশেষে ম্যাচের ৭০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রেনেসে। সার্হিও গুইরাসির গোলে ম্যাচে সমতায় ফিরে তারা।
ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলেও পিএসজির প্রেসনেল কিম্পেম্বে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৮৭ মিনিটে।
এই ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে রয়েছে পিএসজি। অন্যদিকে, ৩৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে রেনেসে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]