সকল প্রস্তুতি সম্পূর্ণ, বিকেলে ছিল ফ্লাইট। সকলের করোনা নেগেটিভ রিপোর্টও ছিল। তবে শেষ মুহূর্তে মালদ্বীপের উদ্দেশে বিমান চড়া হলো না বসুন্ধরা কিংসের।
আকস্মিকভাবে এশিয়ান ফুটবল ফেডারেশনের `এএফসি কাপ` স্থগিতের খবরে আটকে যায় বসুন্ধরা কিংসের যাত্রা। ফলে সব প্রস্তুতি নিয়েও মালদ্বীপ যাওয়া হলো না বসুন্ধরার।
১৪-২০ মে মালদ্বীপের মালেতে এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলাগুলো হওয়ার কথা ছিল। তবে মালদ্বীপ সরকার থেকে টুর্নামেন্ট আয়োজন না করতে নির্দেশ দেওয়া হয়। ফলে দেশটি ফুটবল ফেডারেশন টুর্নামেন্ট আয়োজনে অপরাগত প্রকাশ করে।
সরকারের থেকে পাওয়া আদেশ এএফসিকে জানায় মালদ্বীপ ফুটবল ফেডারেশন। আর তাতেই শেষ মুহূর্তে এসে আর কোন উপায় না পেয়ে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা।
এএফসি তাদের ওয়েবসাইটে জানায়, ‘এএফসি অংশগ্রহণকারী ক্লাবগুলোর সাথে যোগাযোগ করেছে এবং তাদের ভ্রমণ আয়োজন বাতিলের নির্দেশ দিয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এএফসি কাপের (দক্ষিণ) ম্যাচগুলো স্থগিত ঘোষণা করা হলো।’
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]