ম্যাচ শুরুর আগে দুই দলের কেউই হয়তো ভাবেনি স্কোর লাইনটি এমন হবে। তবে দিন শেষে রীতিমতো চট্টগ্রাম আবাহনীর কাছে বিধ্বস্ত হলো জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিং ক্লাব। জাতীয় দলে ডাক পেয়েই যেন আরও উজ্জীবিত হয়ে উঠেন রাকিব। রাকিব-রাব্বি-নিক্সনদের দুর্দান্ত পারফরম্যান্সে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার (৮মে) প্রথমেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ১৮ মিনিটে দলকে এগিয়ে নেন রাকিব। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সাইফের জন ওকলি।
প্রথমার্ধে ১-১ গোলে সমতায় নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে, দ্বিতীয়ার্ধে সাইফকে চেপে ধরে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে চট্টগ্রাম আবাহনী।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল পেয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন রাকিব হোসেন। ম্যাচের ৪৯ মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। নিক্সনের গোলে আবারও লিড পায় তারা।
পিছিয়ে পড়ে সাইফ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। ম্যাচের ৬৪ মিনিটে উল্টো ৪-১গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। দিদিয়েরের গোলে বড় ব্যবধানে এগিয়ে যায় মারুফুল হকের শিষ্যরা।
ম্যাচে ফিরতে মরিয়া সাইফ আরও একটি গোলের দেখা পায়, তবে সেটি কেবলই হারের ব্যবধান কমিয়েছে। ম্যাচের ৬৮ মিনিটে জন ওকলি নিজের দ্বিতীয় গোল করলে ৪-২ গোলে পিছিয়ে থাকে সাইফ।
ম্যাচে ফিরতে গোলের দরকার ছিল সাইফের, উল্টো সেই গোল পায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৮২ মিনিটে মান্নাফ রাব্বী সাইফের জালে শেষ বারের মত বল পাঠালে ৫-২ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী, অন্যদিকে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]