প্রতি মৌসুম শেষেই গুঞ্জন ওঠে পিএসজি ছেড়ে আবারও বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন নেইমার। তবে এ মৌসুমের পর আর এমন গুঞ্জন উঠবে না। কারণ, পিএসজির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পিএসজিতেই থাকছেন তিনি।
২০১৭ সালে ২০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। সেই মেয়াদ অনুযায়ী ২০২২ সালের জুনে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সাথে চুক্তি বাড়িয়ে নিল পিএসজি।
নতুন করে চুক্তির পর পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমি এখানে একজন ফুটবলার এবং মানুষ হিসেবে গড়ে উঠেছি। আমি বর্তমানে পিএসজিতে বেশ ভালো আছি।'
পিএসজির হয়ে ১১২ ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। এ সময়ে তিনি ৮৫ গোল এবং ৫১টি অ্যাসিস্ট করেছেন। পিএসজিতে থাকাকালীন ২০১৯ সালে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন নেইমার। তখন থেকেই প্রতি মৌসুম শেষেই তার বার্সায় ফেরা গুঞ্জন ওঠে।
নতুন চুক্তি অনুযায়ী পিএসজিতে থাকাকালীন কর ছাড়াই প্রতি মৌসুমেই ৩০ মিলিয়ন ইউরো বেতন পাবেন নেইমার। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ জিতলে থাকবে বিশাল অঙ্কের বোনাস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]