বড় কোনো চমক নেই, তবে রয়েছে ফুটবলারদের বিশাল বহর। বিশ্বকাপ ২০২২ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ৩৩ জনকে নিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৮ মে) এ সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে বাফুফে এ দল ঘোষণা করেছে।
৩৩ সদস্যের দল হলেও এতে সুযোগ মিলেনি ঢাকা আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাহর। সর্বশেষ নেপালের ত্রি-দেশীয় সিরিজেও ছিলেন তিনি। তবে বাদশা বাদ পড়লেও দলে ফিরেছেন তপু বর্মণ ও তারিক কাজি।
বিশাল বহরের এ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিম। ঘোষিত ৩৩ সদস্যের দলের মধ্যে ২৮ জন মূল দলের। আর ৫ জন অনূর্ধ্ব ২৩ দলের।
ঘোষিত দল
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মিতুল মারমা।
বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, আতিকুজ্জামান, আবু শাহেদ, ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম, হাবিবুর রহমান সোহাগ, রেজাউল করিম, সুমন রেজা, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী, সোহেল রানা, সাদ উদ্দিন, মো. আবদুল্লা, মোহাম্মদ জুয়েল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]