রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যত নিয়ে বেশ শঙ্কার মধ্যে আবারও চোটে পড়লেন সার্জিও রামোস। নতুন এ ইনজুরিতে আবারও শঙ্কায় পড়লেন স্প্যানিশ ডিফেন্ডার। কারণ এ ইনজুরিতে চলতি মৌসুমে তার আর মাঠে নামা হচ্ছে না।
শনিবার (৮ মে) এক বিবৃতিতে রামোসের বাঁ পায়ের পেশির ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ । চোট থেকে সেরে উঠতে কতদিন সময় লাগবে তা এখনো জানানো হয়নি।
বুধবার (৫ মে) চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠে নামেন রামোস। ওই ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। এ ম্যাচের মাধ্যেমেই এক মাসের বেশি সময় পর চোট কাটিয়ে ফিরেছিলেন তিনি।
চলতি মৌসুমের শুরু থেকে চোট নিয়ে বেশ ভোগান্তিতে আছেন রামোস। গত জানুয়ারিতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ব্যথা নিয়ে খেলেছিলেন তিনি। ওই ম্যাচের পর দুই মাস পর ১৩ মার্চ মাঠে ফিরেছিলেন তিনি।
এরপর আবারও চোটে পড়েন। সেটা থেকে ফিরে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। পেশিতে চোট পাওয়ায় রবিবার (৯ মে) সেভিয়ার বিপক্ষে অনিশ্চিত তিনি। চোটের কারণে মৌসুমের বাকি তিন ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় আছে।
নতুন করে চুক্তি না হলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি রিয়ালের হয়ে রামোসের শেষ ম্যাচ হবে। চলতি বছরের ৩০ জুন রামোসের সাথে রিয়ালের চুক্তি শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়নের বিষয়টি বেশ কয়েকমাস ধরেই ঝুলে আছে।
লিগ শিরোপা ধরে রাখার মিশনে লিগ টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। লিগে বাকি চার ম্যাচে একটিতে পা হড়কালে শিরোপার দৌড় থেকে ছিটয়কে পড়বে রিয়াল। এ মুহুর্তে লিগের শীর্ষে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ৭৬ এবং বার্সেলোনার সাথে সমান ৭৪ পয়েন্ট নিয়ে ,মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে লিগ টেবিলে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর চতুর্থ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৭০।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]