বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে প্রথমে পিছিয়ে পড়েও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে পুলিশ ফুটবল ক্লাব। শুক্রবার (৭ মে) দিনের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে দিয়েছে পুলিশ ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হয়। বিরতি থেকে ফিরে ৬৩ মিনিটে এগিয়ে যায় বারিধারা।
উত্তর বারিধারা ক্লাবের পক্ষে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন উজবেক ডিফেন্ডার সাইদস্তন ফজিলভ। অধিনায়ক সুমন রেজা পুলিশের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বারিধারা।
গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে পুলিশ ক্লাব। তার ফলও পায় তারা। পুলিশের জয়ের নায়ক হয়ে উঠেন মোহম্মদ জুয়েল। ২০ বছরের এ যুবকের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ। ম্যাচের ৭৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করেন জুয়েল।
এদিকে, এ জয়ে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে পুলিশ ক্লবা। অন্যদিকে, ১৪ ম্যাচে মাত্র ১ জয় এবং ৬ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরেই রয়েছে উত্তর বারিধারা ক্লাব। পুলিশের বিপক্ষে এ পরাজয়ে তারা তৃতীয় হারের স্বাদ পেয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]