ইউরোপা লিগের সেমিফাইনালে রোমার বিপক্ষে দুই লেগ মিলে ৮-৫ গোলের ব্যবধানে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শিরোপার খরা কাটতে যাচ্ছে ম্যানইউর! ট্রফি কেসে দলটিরে সর্বশেষ শিরোপা এসেছিল ২০১৭ সালে।
ফাইনালে পা রাখলেও সেমিফাইনালের দ্বিতীয় লেগে অবশ্য হারের তিক্ত স্বাদই নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বৃহস্পতিবার (৬ মে) দিনগত রাতে ইতালিয়ান ক্লাবটির মাঠে রোমার বিপক্ষে গেছে ৩-২ গোলের ব্যবধানে হেরে গেছে ইউনাইটেড।
সেমিফাইনালে হারলেও প্রথম লেগে রোমাকে ৬-২ গোলে হারানোর ফল পেয়েছে তারা। দুই লেগ মিয়ে ৮-৫ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে ওঠার পথটা সহজ হয়েছে। ফলে হেরেও ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম লেগে জয় পেয়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য সেমিফাইনাল ম্যাচেও প্রথমে এগিয়ে যায়। ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। দলের পক্ষে জোড়া গোল করা এডিনসন কাভানি তার প্রথম গোলটি করেন। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউনাইটেড।
বিরতি থেকে ফিরে পাল্টে যায় রোমা। ৫৭তম মিনিটে এডিন জেকোর গোলের তিন মিনিট পর ৬০তম মিনিটে ব্রায়ান ক্রিসতান্তের দূরপাল্লার শটে ২-১ গোল লিড নেয় তারা। মাত্র তিন মিনিটের ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পাল্টা আক্রমণে আবারও সমতায় ফিরে তারা।
পিছিয়ে পড়ার ৮ মিনিট পর ম্যাচের ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এডিসন কাভানি। ব্রুনো ফের্নান্দেজের ক্রসে মাথা ছুঁইয়েই ম্যাচে সমতা ফেরান তিনি।
সমতায় ফিরলেও শেষ দিকে ম্যাচ শেষের মাত্র সাত মিনিট আগে ভুল করে বসে ইউনাইটেড। প্রতিপক্ষের জালেভস্কির শটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে তারা। ফলে নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
তবে আগের লেগের বিশাল জয় থাকায় সমস্যায় পড়তে হয়নি ইউনাইটেডের। দুই লেগ মিলে ৮-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]