ইতিহাস গড়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ড্র করার পর বুধবার (৫মে) রাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠে তারা।
চেলসি কিংবা রিয়াল মাদ্রিদ, উভয় দলের খেলোয়াড়েরাই চেষ্টা করেছে নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে। উক্ত ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যায় যে, মাদ্রিদের চেয়ে চেলসির ফুটবলাররা ছিল সফল। তাদের পাসিং, শট কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকানো, সব দিক দিয়েই তারা ছিল সফল।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের অনেক ফুটবলারই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। পুরো ম্যাচ জুড়েই ফ্লপ ছিল বেশ কিছু ফুটবলার। তাছাড়া, এ্যাওয়ে ম্যাচ হওয়ায় কিছুটা চাপেও ছিল তারা।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে চেলসি এবং রিয়াল মাদ্রিদের ফুটবলারদের ম্যাচ রেটিং। চলুন দেখে নেয়া যাকঃ
চেলসিঃ মেন্ডি-৭.৫/১০, আন্দ্রেস ক্রিসটেনসেন-৬.৫/১০, থিয়াগো সিলভা-৭.৫/১০, আন্টিনিও রুদিগার-৭.৫/১০, সিজার এচপিলিচুয়েতা-৮/১০, কান্তে-৯/১০, জরজিনহো-৭.৫/১০, বেন চিলওয়েল ৭.৫/১০, কেই হাভেটজ-৭.৫/১০, ম্যাসন মাউন্ট-৮/১০, টিমু ওয়েরনার-৭/১০, ক্রিস্টিয়ান পুলিসিক-৭/১০।
রিয়াল মাদ্রিদঃ করতোয়া-৮/১০, এডার মিলিতাও-৫.৫/১০, রামোস-৫.৫/১০, নাচো ফারনান্দেজ-৪.৫/১০, ভিনিসিয়াস-৫.৫/১০, লুকা মদ্রিচ-৬/১০, ক্যাসিমেরো-৫/১০, টনি ক্রস-৬/১০, মেন্ডি-৪.৫/১০, ইডেন হেজাড-৪.৫/১০, বেনজেমা-৬.৫/১০, ভালভারদে-৬/১০, এ্যাসিনশিও-৫/১০।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]