জয়ের অপেক্ষা বাড়লো আরামবাগের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৬ মে ২০২১
জয়ের অপেক্ষা বাড়লো আরামবাগের

পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না আরামবাগ ক্রীড়া সংঘ। মৌসুমের অর্ধেকের বেশি খেলা চলে গেলেও এখনো জয়ের দেখা পায়নি তারা। সর্বশেষ চট্টগ্রাম আবাহনীর কাছে হারের তিক্ত স্বাদ নিয়ে হলো।

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার (৫ মে) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হেরে গেছে আরামবাগ। এ পরাজয়ে আরামবাগের জয়ের অপেক্ষা আরও বাড়লো।

খেলার প্রথমার্ধে গোল আটকে রাখতে সক্ষম হয়েছিল আরামবাগের ডিফেন্ডাররা। তবে দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আরামবাগ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৯তম মিনিটে দিদিয়েরের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।

এদিকে, এ জয়ে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে, মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে আরামবাগ। লিগে নিজেদের ১৪ ম্যাচে একটিমাত্র ড্র ছাড়া কোনো জয়ের দেখা পায়নি তারা।

 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাইফের বিপক্ষে দুর্দান্ত জয় মোহামেডানের

সাইফের বিপক্ষে দুর্দান্ত জয় মোহামেডানের

বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো

বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো

রোমাতে চাকরি পেয়ে খুশি মরিনহো

রোমাতে চাকরি পেয়ে খুশি মরিনহো

রহমতগঞ্জের বিপক্ষে রাসেলের সহজ জয়

রহমতগঞ্জের বিপক্ষে রাসেলের সহজ জয়