বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৬ মে ২০২১
বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো

আগামী মাসে পর্দা উঠছে ইউরো চ্যাম্পিয়নশীপের। ১১ই জুন থেকে ২৪ দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট। আগে প্রতি দলে ফুটবলার নিবন্ধনের সংখ্যা ২৩ জন করে থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে ২৬জন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলে ফুটবলার নিবন্ধনের শেষ তারিখ ১ জুন। 

অফিশিয়াল এক বিবৃতিতে উয়েফা জানায় যে, ইউরো ২০২০ এ অংশ নেয়া দলগুলো ২৬ জন ফুটবলার নিবন্ধন করতে  পারবে। তবে, গুরুতর ইঞ্জুরি কিংবা  অসুস্থতার জন্য দলগুলো ১ম ম্যাচের আগে যত খুশি পরিবর্তন আনতে পারবে দলে। 

বর্তমান পরিস্থিতি বিবেচনায় অসুস্থতা বলতে করোনা পজিটিভের পাশাপাশি , ওই ব্যক্তির স্পর্শে যাওয়া খেলোয়াড়েরাও এর আওতাভুক্ত হবেন। 

এদিকে সম্প্রতি এক বিবৃতিতে জার্মান ফুটবল সংস্থা জানায় যে, জুনের আগে জার্মানির করোনার পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোমাতে চাকরি পেয়ে খুশি মরিনহো

রোমাতে চাকরি পেয়ে খুশি মরিনহো

ইদ্রিসা গুয়ে নিষিদ্ধ, পিএসজিকেও জরিমানা

ইদ্রিসা গুয়ে নিষিদ্ধ, পিএসজিকেও জরিমানা

সিটির বাধায় শেষ পিএসজির স্বপ্ন

সিটির বাধায় শেষ পিএসজির স্বপ্ন

দেশীয়রাই জেতালো বসুন্ধরাকে

দেশীয়রাই জেতালো বসুন্ধরাকে