চাকরিচ্যুত হয়ে বেশি দিন বেকার থাকতে হয়নি হোসে মরিনহোকে। ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার মাত্র ১৫ দিনের মাঝেই নতুন চাকরি পেলেন তিনি। ইতালির ক্লাব রোমাতে যোগ দিতে যাওয়া মরিনহো আগামী মৌসুম থেকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
কোচ হিসেবে সর্বশেষ চাকরির কোনটিরই চুক্তির সময় পর্যন্ত থাকতে পারেনি মরিনহো। টটেনহ্যামের সাথে চার বছরের চুক্তি থাকলেও দেড় বছরেই চাকরীচ্যুত হয়ে পড়েন তিনি।
সকল বিতর্ককে দূরে রেখে মরিনহোকে কোচ হিসেবে পেয়ে খুশি রোমার ম্যানেজার টিয়াগো পিন্টো। তিনি বলেন,`মরিনহোকে ফ্রি দেখেই আমরা তাকে পেতে মরিয়া হয়ে পড়ি। সময়ের অন্যতম সেরা কোচকে নিজেদের করে নিতে পারায় আমরা আনন্দিত। তার ম্যাচ জেতার যে তীব্র আগ্রহ তা আমাদের মুগ্ধ করে।`
এদিকে, রোমায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মরিনহোও। তিনি বলেন, `রোমার সমর্থকদের ভালোবাসা আমাকে এখানে এনেছে। দলটির সাথে নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে আছি।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]