করোনা এবং লকডাউনের মাঝেই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ। লিগ শুরু হলেও লিগের ম্যাচ দেখা হচ্ছে না জাতীয় দলের কোচ জেমি ডে সহ বাকি কর্মকর্তাদের। তবে জেমি ডে না থাকলেও দেশে আছেন জাতীয় দলের ফিটনেস কোচ ইভান রাজলগ। ফিটনেস কোচকে দিয়ে এবার ক্লাবগুলোর সাথে `কাজ` করার উদ্যোগ নিয়েছে বাফুফে।
ফিটনেস কোচ ইভান রাজলগকে দিয়ে প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের সাথে সম্পর্ক আরও ভালো করার উদ্যোগ নিয়েছে বাফুফে। তাছাড়া ক্লাবগুলোর খেলোয়াড়দের ফিটনেস সহ কিভাবে আরও বিজ্ঞানসম্মত উপায় খেলোয়াড়দের অনুশীলন করানো যায় সেই দীক্ষা দেয়ার জন্যই কাজ করছে রাজলগ।
ইতিমধ্যেই ফিটনেস কোচ আবাহনী লিমিটেড এবং বাংলাদেশ পুলিশ এফসির ফুটবলার, কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে কথা বলেছে। এছাড়া তারই ধারাবাহিকতায় বাকি ক্লাবগুলোর সাথেও কাজ করার কথা রয়েছে রাজলগ।
বাফুফের দেয়া তথ্য অনুযায়ী, আজ (৪ মে) সাইফ স্পোর্টিং ক্লাব পরিদর্শনের কথা রয়েছে রাজলগের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]