বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে রুখে দিল রহমতগঞ্জ । শনিবার (১ মে) ঢাকার মাঠে দুই দলের মধ্যকার খেলাটি গোল শূণ্য ড্র হয়। টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে এসে পূর্ণ পয়েন্ট হারাল সাইফ স্পোর্টিং ক্লাব।
শক্তির বিচারে এগিয়ে থাকা সাইফ ম্যাচের শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে উঠে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা।
উল্টো ম্যাচে এগিয়ে যাওয়ার দারুণ কিছু সুযোগ পেয়েও সাইফের বিপক্ষে জিততে পারেনি রহমতগঞ্জ। এই ড্রয়ের ফলে সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই ড্র করে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে অবস্থান করছে পুরান ঢাকার দলটি।
রহমতগঞ্জ নিজেদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার (৪ মে) মুখোমুখি শেখ রাসেলের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]