এএফসি কাপের ম্যাচ নিয়ে অনেক ঝামেলা ই পৌহাতে হয়েছিল ঢাকা আবাহনীকে। তবে সকল ঝামেলার `অদ্ভুত` সমাধান দিয়ে দিলো এএফসি। এএফসি কাপ থেকে বাদই দিয়ে দেয়া হয়েছে ঢাকা আবাহনীকে। এএফসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে।
বর্তমান কোভিড পরিস্থিত পর্যবেক্ষণের জন্য একটি কোভিড কমিটি গঠন করে এএফসি। সেই কমিটি বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি, লকডাউন, আন্তর্জাতিক ফ্লাইট ইত্যাদি বিষয় বিবেচনা করে ঢাকা আবাহনীকে বাদ দিয়েই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে, বাংলাদেশের ঢাকা আবাহনীই নয়, এমন পরিস্থিতির কারণে আরও কিছু ক্লাবের নামও বাদ দিয়েছে এএফসি। ঢাকা আবাহনী তাদেরকে বাদ দেয়ার প্রতিবাদে কোন আপিল করবে কিনা তা এখনও জানা যায়নি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]