ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে জয় পেলে শীর্ষে উঠার দারুণ সুযোগ ছিল বার্সেলোনার। তবে সেই ম্যাচে গ্রানাডার কাছে হেরে শীর্ষে তো নয়’ই, শিরোপা জয়ও কঠিন করে ফেরেছে বার্সেলোনা। বার্সা বস কোম্যানও চিন্তিত। তিনি মনে করেন, ‘ভাগ্য এখন নিজেদের হাতে। যেকোন কিছুই ঘটতে পারে।’
গ্রানাডার বিপক্ষে জয় পেলে বেশ সুবিধাজনক অবস্থায় থাকতো বার্সেলোনা । তবে, এখন শিরোপা জয় করতে হলে বাকি পাঁচ ম্যাচের সবগুলোতেই জয়ের জন্য খেলতে হবে বার্সাকে। পাঁচ ম্যাচের মধ্যে রয়েছে টেবিল টপার অ্যাথেলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচও।
শেষ ম্যাচে গ্রানাডার বিপক্ষে লাল কার্ড দেখেন বার্সা কোচ, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন ।
রোনাল্ড কোম্যান বলেন,` আমি কোন গালি বা কটু কথা বলিনি। ফোর্থ অফিশিয়ালের সঙ্গে কথা বলছিলাম। তিনিই আমাকে অসম্মান করে। তাকে একবারের জন্যও গালি দেইনি। কিন্তু রেফারির রিপোর্টে এসেছে ভিন্ন কথা `
তবে, আপাতত নিজের লাল কার্ড নয়, বরং দল নিয়েই বেশি চিন্তিত কোম্যান। তিনি বলেন, `ডিফেন্সের মনযোগ হারানোর কারণেই আমরা গোল দুইটি হজম করি। ফল টা মেনে নেয়া কস্টদায়ক, এখন আমাদের ভাগ্য আমাদের উপরেই নির্ভর করছে।`
শিরোপা জয়ে যে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই সেটাই বার বার স্মরণ করিয়ে দিচ্ছেন দলের খেলোয়াড়কে। কোম্যান মনে করেন, ঘুরে দাঁড়িয়েই শিরোপা জিতবে বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]