উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ইতালিয়ান ক্লাব রোমাকে ৬-২ গোলে উড়িয়ে দেয় তারা। এই জয়ের ফলে ফাইনাল এক প্রকার নিশ্চিতই বলা চলে ইউনাইটেডের।
ম্যাচের শুরু থেকেই রোমাকে চেপে ধরে ইউনাইটেড। ম্যাচে ৬ মিনিটেই দলকে এগিয়ে নেন ম্যান ইউর ব্রুনো ফারনান্দেজ। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান ইউ। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে সময়তায় ফেরান রোমার পেল্লেগ্রিনি।
ম্যাচে সমতায় ফিরে রোমা নিজেদের আরও গুছিয়ে নেয়। বিরতিতে যাওয়ার আগে এডিন জেকু (৩৩ মিনিট) গোল করলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোমা।
তবে, ম্যাচের দ্বিতীয়ার্ধ যেন পুরোটাই ম্যান ইউর। বাকি ৪৫ মিনিটে ম্যান ইউ আরও ৫ গোল করে। বিরতি থেকে ফিরেই ম্যাচের ৪৮ মিনিটে দলকে সমতায় ফেরান ম্যান ইউর এডিনসন কাভানি। দলকে ৩-২ গোলে এগিয়ে নেওয়ার কাজটিও তিনি করেন। ম্যাচের ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাভানি।
ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও ম্যাচের ৪র্থ গোল করে দলকে ৪-২ গোলে এগিয়ে নেন ফারনান্দেজ। ম্যান ইউর পঞ্চম গোলটি আসে পল পগবার পা থেকে ম্যাচের ৭৫ মিনিটে।
সর্বশেষ গোলটি করে ৬-২ গোলে জয় নিশ্চিত করেন গ্রিনহুড। ম্যাচের ৮৬ মিনিটে তিনি এই গোল করেন। প্রথম লেগে বিরাট ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল অনেকটাই নিশ্চিত ম্যান ইউর জন্য।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]