বার্সেলোনার বিপক্ষে দারুণ জয় গ্রানাডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১
বার্সেলোনার বিপক্ষে দারুণ জয় গ্রানাডার

দীর্ঘদিন পর লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। তবে সেই সুযোগ হাতছাড়া করে উল্টো গ্রানাডার কাছে হেরে শিরোপা দৌড়ে হোঁচট খেল মেসিরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ঘরের মাঠে গ্রানাডার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা। 

নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। গ্রিজম্যানের সহযোগিতায় গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। 

প্রথমার্ধে আর কোনো গোল না হলে লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় গ্রানাডা। ম্যাচের ৬৩ মিনিটে ডারউইন মাছিস দলকে সমতায় ফেরায়।

সমতায় ফেরার কিছুক্ষণ পরই মলিনার (৭৯ মিনিট) গোলে এ্যাওয়ে ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে দেয় গ্রানাডা। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়া ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রানাডা।

পুরো ম্যাচে মাত্র ১৮ শতাংশ বল দখলে ছিল গ্রানাডার। আর ৯০ মিনিটে মাত্র ২টি শটই টার্গেটে ছিল গ্রানাডার। সেই দুই শট থেকেই দুটি গোল আদায় করে ম্যাচ থেকে বার্সাকে ছিটকে দেয় গ্রানাডা। 

এদিকে, এ পরাজয়ে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আর ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে, জয় পাওয়া গ্রানাডার অবস্থান ৩৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ : দিনে তিন ম্যাচ, সর্বশেষটা রাতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ : দিনে তিন ম্যাচ, সর্বশেষটা রাতে

বার্সায় ফিরতে ‘মরিয়া’ নেইমার, পিএসজি চাচ্ছে মেসিকে

বার্সায় ফিরতে ‘মরিয়া’ নেইমার, পিএসজি চাচ্ছে মেসিকে

চেলসির বিপক্ষে অনিশ্চিত মার্সেলো

চেলসির বিপক্ষে অনিশ্চিত মার্সেলো

মেসিকে `বড় অঙ্কের` প্রস্তাব পিএসজির

মেসিকে `বড় অঙ্কের` প্রস্তাব পিএসজির